শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা
কবিতা

এপারে শ্যাওলা চাঁদ!

নাসরীন জাহান

নিষ্প্রভ আলো ছড়িয়ে আছে চারপাশে,

ব্রিজটির বিপরীতে জ্বলজ্বল করছে আঁধার,

দিঘি, নদী এবার সমুদ্রে পা ফেলেছে মানুষ,

মঙ্গল মার্কেটের সীমানা সেই গ্রহকেও ছাপিয়ে যাবে,

তাই সমুদ্রকেও সভ্যতার জলে চুইয়ে নুন ঝরিয়ে ছাড়বে,

প্লাস্টিক পৃথিবীতে

মরুর বাতাস বানাবে।

 

আমি নীলতিমি অতল থেকে একটা গাছে লটকে আছি,

অথবা আমাকে লটকে আছে গাছ,

দাঁড়িয়ে ছিলাম শূন্য চরাচরে,

বাঘ কুমির আর অরণ্য কাটা ক্লান্ত মানুষ এখন

আমাদের নিচে এসে বসবে।

 

নিষ্প্রভ আলো ছড়িয়ে আছে চারপাশে,

তারও ওপরে বিশাল কংক্রিটের দৃশ্যাবলী,

মানুষের জোরালো শব্দ বাতাসের ঘাসে ঘাসে,

 

এদ্দিন কেবল নিজেদের বুকস্পন্দের শব্দ শুনে গেছি,

প্রচণ্ড ক্ষুধায় প্রাণভয়ে এলিয়েছি,

 

আমি আর গাছ,

এই প্রথম একে অপরের দিকে তাকাই,

বিড়বিড় বলি, এই ইটের পাহাড়ে বেঁচে কাজ নাই,

তার চেয়ে চলো, অদ্ভুত আলোর মধ্যে লীন হয়ে যাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর