শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা
কবিতা

রেণু রেণু সংবেদবর্ণালি-১০

হাসান হাফিজ

ক.

অনুরাগ ঝেঁটিয়ে বিদেয় করি

এইমতো সাহসের বড়োই আকাল

অতএব ঝাড়েমূলে নির্মূলই নিয়তি

মোক্ষলাভ যে-ই ফল, মূলত মাকাল।

খ.

বৃষ্টিছাঁটে খোলাচুল

কী মগ্ন মাতাল

পরজন্মে বৃষ্টি হবো, এ বাসনা

হৃদয়ে লালন করি

যদি হয় প্রত্যাশা পূরণ।

গ.

লোকে বলে পাগলিনী

কবি তার প্রেমে হাবুডুবু

ডুবতে ডুবতে সংজ্ঞালোপ

পাগলিনী কিছুই জানে না!

ঘ.

দেখা হলো অবেলায়

কিন্তু কোনো কথা বিনিময়

চার চোখের আউলা মৃদু নাচানাচি

কিছুই হলো না!

অভিমান জমে যদি

পাথর বরফ হয়

তাকে তুমি কতটুকু দোষ দিতে পারো

হয়তো আবারও

দেখা হয়ে যাবে

তখন সমস্ত ক্ষতি

পুষিয়ে কি নেওয়া যাবে

কিছুটা আদৌ?

ঙ.

হাত ছুঁলে কি হৃদয় ছোঁয়া যায়?

দুই শরীরের গোপন মিলন

নিঝুম নিরালায়

হাতের তালু আঙুলগুচ্ছ

স্পর্শ কেবল চায়,

বেশ বিপদেই কাটছে সময়

সহ্য করণ যায়?

 

 

 

সর্বশেষ খবর