শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা
কবিতা

এখন কেমন

মাকিদ হায়দার

এখন কেমন

মেঘ ডাকলো তোমাকে তুমি তার হাত ধরে

আমাকে পেছনে ফেলে

হেঁটে গেলে জামতলা দিয়ে

 

দেখলাম

আমাকে দেখতে হলো

আমার পরাজয় মেঘের কাছে

 

পড়শিদের একজন জানালো

মেয়েটি ঘর করছে মেঘের সাথে

দেখি, খোলা মাঠে

দুজনে দুজনার হাত ধরাধরি হাসছে।

দেখলো আমাকে

কোনো কথা না বলে দুজনেই উধাও

 

তাকে খুঁজতে বেরিয়েছি আরিপপুরে

যদি দেখা হয়।

 

বলবো, কাটছে দিনকাল।

                   এখন কেমন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর