শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা
কবিতা

নিঃসঙ্গ আত্মা

আহাদুজ্জামান মোহাম্মদ আলী

নিঃসঙ্গ আত্মা

একটি নিঃসঙ্গ আত্মা

শুকনো পাতার মতো উড়ে গেল;

ঘটনাটা ঘটল চোখের পলক ফেলতে না ফেলতে,

চারদিকে এখন নিঃশব্দ নিশুতি রাত-

কখন যে ভোর হবে?

অপেক্ষা, শুধু অপেক্ষা-

ঘড়ির টিক টিক আওয়াজ

ঘরের নৈঃশব্দ আরো গাঢ় করে তুলেছে।

স্তব্ধ ঘরের বাইরে হু হু হাওয়া,

হাওয়ায় মুহূর্তেই মিশে যাওয়া আত্মা

হয়তো ঘুরছে ঘুরছে ঘরের চারপাশে;

এমন রাতে কি তাকে ভোলা যায়?

মাথার ভেতরে এক যন্ত্রণা কাজ করে-

তীক্ষ্ণ যন্ত্রণা শুধু ঘোরে আর ঘোরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর