শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
কবিতা

জলকল্লোল

গোলাম কিবরিয়া পিনু

জলকল্লোল

ও সঙ্গী আমার

সাগর-যাত্রায় যাই

সাগর মন্থন করি!

শুধু সাগর-সৈকতের বালুতে

পা রাখলে হবে?

 

সাগরের গভীরে গিয়ে

তরঙ্গ-বিক্ষুব্ধ ঊর্মিমালায়,

জলকল্লোল শুনি একসাথে,

রাতের গভীরে!

 

সাগরবক্ষ তোমার বক্ষে

নেচে উঠুক,

আমি তাতে দীপিত হই!

 

এবেলায় শুধু সাগরবেলায়

পড়ে থাকলে হবে না!

তরঙ্গোচ্ছ্বাসে নিজেরাও

তরঙ্গায়িত হই!

তা না হলে কীসের সাগরসঙ্গম?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর