শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
কবিতা

একটি তরুণ কবিতা

কামাল চৌধুরী

একটি তরুণ কবিতা

আমিও তোমাকে লিখতে চাইনি

কী জানি চেয়েছে মন!

হাত ধরে শুধু করতে চেয়েছি

সূর্য পর্যটন।

 

কিন্তু তুমি যে গল্পের মেয়ে

বড় ক্যানভাসে আঁকা

তুলিতে আমার খোয়াওঠা স্মৃতি

ধূলি কণ্টকে ঢাকা।

 

কী যে ভাব আসে বুঝি না কিছুই

অনুভব করি তাই

গল্পটা আমি বলতে পারি না

শুরু শেষ জানা নাই।

 

কানাগলি শুধু চিনেছে জীবন

এত এত বাড়িঘর

সিঁড়ি বেয়ে যারা আবাসিক পাখি

তারা পাবে মর্মর!

 

এবার ভাবছি ভুল চিঠি দেব

আর কেউ খুঁজে পাক

ব্রাত্যজনের রাগ দেখে তারা

কবিতার পাশে থাক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর