শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
কবিতা

জয়গাথা॥ জুলাই বিপ্লব

হাসান হাফিজ

জয়গাথা॥ জুলাই বিপ্লব

জ্বলজ্বলে ছত্রিশ জুলাই। ধন্য জেন জেড।

চব্বিশ খ্রিস্টাব্দ তুমি প্রগতির নতুন সোপান।

‘মাতৃভূমি, নয় মৃত্যু’। উই আর ওয়ান।

গ্রাফিতির অগ্নিভাষা পবিত্র ও সুরেলাসুন্দর।

ফুলের সুগন্ধ দ্যুতি তুচ্ছ মøান তার কাছে!

 

দম্ভ কিন্তু একদিন অবশ্যই চূর্ণ হয়।

প্রতিশোধ ঠিকই নেয় নিরীহ প্রকৃতি।

এই সত্য ভুলে ছিল হীনম্মন্য স্বৈরাচার।

ধন্য ধন্য তারুণ্যের সর্বপ্লাবী অনন্ত উদ্ভাস।

হে যৌবন, সম্মিলিত মহাশক্তি ফুল্ল অভিষেক,

জয়তু শহিদ, তোমাদের রক্তিম স্যালুট।

বিপ্লব সংহত হোক। চিরঞ্জীব হোক।

সময়ের আকাক্সক্ষার দাবি ও প্রত্যয় তা-ই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর