কোথাও কেটে গেলে কয়েকবার তার ব্যান্ডেজ পরিবর্তন করা হয়। সঙ্গে অ্যান্টিসেপটিক ক্রিম বা হাইড্রোজেল ব্যবহার তো আছেই! নতুন এই ব্যান্ডেজ কাজগুলোই করবে স্বয়ংক্রিয়ভাবে। একবার স্মার্ট ব্যান্ডেজটি লাগানোর পর স্মার্টফোন থেকে কমান্ড দিলে নিজ থেকেই ক্ষতস্থানে ওষুধ লাগাবে এই ব্যান্ডেজ। সাধারণ সুতা বা অন্যান্য ফাইবারের বদলে বৈদ্যুতিক হিটার ও ফাইবারের সমন্বয় ব্যবহার করা হয়েছে ব্যান্ডেজে। আর এটি ঢাকা হয়েছে তাপসংবেদী ওষুধের আস্তর দিয়ে। সাধারণ ব্যান্ডেজের মতোই কাজ করে ব্যান্ডেজটি। ক্ষতকে বাইরের ধুলাবালি থেকে রক্ষা করে। সঙ্গে যুক্ত মাইক্রোকন্ট্রোলারে স্মার্টফোনের মাধ্যমে কমান্ড দিলে ব্যান্ডেজে ভোল্টেজ সরবরাহ হয়, ফলে ফাইবার গরম হয়ে ওষুধ ক্ষতে লাগে। যদিও বিজ্ঞানীদের পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষের জন্য সাধারণ ব্যান্ডেজগুলোই যথেষ্ট। কিন্তু এই স্মার্ট ব্যান্ডেজ তাদের জন্য যাদের ক্ষত সহজে সারছে না বা প্রতিদিন ব্যান্ডেজ পরিবর্তন করা সম্ভব নয়।