শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বারোমাসি ফল চাষে সাফল্য

সামছুজ্জামান শাহীন, খুলনা

বারোমাসি ফল চাষে সাফল্য

নিজ বাগানে গাছের পরিচর্যা করছেন কৃষক আকরাম গাজী

খুলনায় বারোমাসি ফল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আকরাম গাজী। নিজ বাড়ির আঙিনায় প্রায় তিন বিঘা জমির ওপর লাগিয়েছেন আম, ড্রাগন, সফেদা, পাম্প, ত্বিন জয়তুন ও খেজুর গাছ। এসব গাছের ফল ও চারা বিক্রি করে বছরে তাঁর আয় হয় ৫ থেকে ৬ লাখ টাকা।

তাঁর এই সাফল্য দেখে বারোমাসি ফলের চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। জানা যায়, খুলনার ফুলতলা উপজেলার প্রত্যন্ত গাড়াখোলা গ্রামে নিজের তিন বিঘা জমিতে বারোমাসি ফলের বাগান গড়ে তুলেছেন আকরাম গাজী। তাঁর বাগানে বছরের সব ঋতুতেই দেশি-বিদেশি বিভিন্ন ফল পাওয়া যায়।

এখানে আছে বারোমাসি আম, মালয়েশিয়ান লংগান, সৌদি খুরমা-খেজুরসহ নানা ফলের গাছ। বারোমাসি আমের গাছে নির্দিষ্ট সময় নয়, বরং সব ঋতুতেই আম পাওয়া যাবে। উন্নত জাতের কাগজি লেবু থেকে সারা বছরই লেবু পাওয়া যায়।  ছোট আকারের নারিকেল গাছে ফল পাওয়া যায় তুলনামূলক প্রায় তিন গুণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর