শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

ফিনল্যান্ডে সিটি কাউন্সিল নির্বাচনে মবিনের লড়াই

শনিবারের সকাল ডেস্ক

ফিনল্যান্ডে সিটি কাউন্সিল নির্বাচনে মবিনের লড়াই

ফিনল্যান্ডে সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ জুন। এতে প্রথমবারের মতো ফিনল্যান্ডের ন্যাশনাল কোয়ালিশন পার্টি থেকে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী  হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ফিনিস নাগরিক মবিন মোহাম্মদ। এই সিটি কাউন্সিল নির্বাচনে মবিন মোহাম্মদ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মবিন প্রাথমিক বাছাই পর্ব অতিক্রম করেছেন সফলতার সঙ্গে। ফিনল্যান্ডের ন্যাশনাল কোয়ালিশন পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ৮৬ শতাংশ ভোট পেয়ে এসপো সিটি কাউন্সিল নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

জানা যায়, ২ লাখ ৮৯ হাজার ৭৩১ জনসংখ্যা অধ্যুষিত এই নির্বাচনী এলাকার আয়তন ৫২৮ বর্গ কিলোমিটার। এই আসনে কখনো বাংলাদেশি বংশোদ্ভুত ন্যাশনাল কোয়ালিশন পার্টির কোনো প্রার্থী মনোনয়ন লাভ করতে পারেননি। ইতিমধ্যে মবিন অভিবাসী সমাজে আলোড়ন সৃষ্টির পাশাপাশি মধ্যম আয়ের স্থানীয় ফিনিসদের পাশে টানার চেষ্টা করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের  খবরে বলা হয়েছে।

সর্বশেষ খবর