শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

লন্ডনে কাউন্সিলর হলেন দুই বাংলাদেশি

শনিবারের সকাল ডেস্ক

লন্ডনে কাউন্সিলর হলেন দুই বাংলাদেশি

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির পক্ষে বিপুল ভোটে জয়ী হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন হাসান খান ও লিজা বেগম। দুজনই মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বৌলিং অ্যান্ড বারক্রেন্ড নির্বাচনী এলাকায় লেবার দলীয় প্রার্থী হিসেবে সাংবাদিক হাসানুজ্জামান খান (হাসান খান) ২০৩১ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের প্রার্থী মো. জামিল পেয়েছেন ১,৯৬৮ ভোট। তাছাড়া লিবডেমের জেমস হোন্ট ৩৯২ এবং গ্রিন পার্টির বাসিত আজিজ খালিদ ২০৭ ভোট পান। এ নিয়ে টানা তিনবারের মতো জয়ী হলেন হাসান। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।  এদিকে, গত ৬ মে লিজা বেগম ১৩৪০ ভোট পেয়ে পিমলিকোর চার্চিল ওয়ার্ডে ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের উপনির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। ওয়াল্ডেন হাউস এবং ক্যান্ডি স্ট্রিট ফ্ল্যাটগুলো  রক্ষার প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি।          

সর্বশেষ খবর