শিরোনাম
শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা
ফোর্বসের প্রতিবেদনে সুপার মডেল সামিরা খান মাহি ও নন্দিত আলোকচিত্রী জিয়া উদ্দিন

ফ্যাশন ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি

সাইফ ইমন

ফ্যাশন ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি

এই প্রথম আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় ফ্যাশন ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কোনো ছবি। আর এই অর্জন এসেছে নন্দিত আলোকচিত্রী জিয়া উদ্দিনের হাত ধরে। এতে মডেল হিসেবে ছিলেন আরেক জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সামিরা খান মাহি। এর আগে আন্তর্জাতিক পরিমন্ডলে ফটোগ্রাফিতে বাংলাদেশের অর্জন থাকলেও ফ্যাশন ক্যাটাগরিতে এটাই প্রথম। সামিরা খান মাহির ছবিটি তোলা হয়েছিল ফ্যাশন ম্যাগাজিন ক্যানভাসের জন্য। ফটোগ্রাফারদের বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার ইতালির ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডে এ বছর গোটাবিশ্ব থেকে ৪৮ হাজার ছবি জমা পড়েছিল। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ২২টি ছবি শীর্ষ স্থান দখল করে। যার মধ্যে জিয়া উদ্দিনের দুটি ছবি রয়েছে। তার অপর ছবিটি ‘হাইল কমেন্ডেড’ হিসেবে স্বীকৃতি পায়। এই ছবিটির বিষয় স্টিল লাইফ ফটোগ্রাফি। আর মাহি শিরোনামের ছবিটিতে এক তরুণীর বিয়ের সাজ ফুটিয়ে তুলেছেন জিয়া। লাল শাড়ি, ভারী গহনা, চুলে লাল গোলাপ-সব কিছুতে বাঙালি বিয়ের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। ফোর্বস জানিয়েছে, এই প্রতিযোগিতার বিজয়ীরা সিয়েনার ভার্চুয়াল ফেস্টিভ্যালে অংশ নেবেন। সেখানে বিভিন্ন সেমিনারের পাশাপাশি ওয়ার্কশপের সুযোগ পাবেন তারা। এই প্রতিযোগিতার সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছেন ইরানের মাসউদ মির্জা। এ জন্য তিনি ৫০ লাখ টাকা পাবেন। এ বছরের প্রতিযোগিতা পেশাদার-অপেশাদার সবার জন্য উন্মুক্ত ছিল। দুই সপ্তাহ আগে বিজয়ীদের নাম  ঘোষণা করা হলেও যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস তাদের প্রতিবেদনে ছবিগুলো প্রকাশ করেছে। ফটোগ্রাফিতে জিয়া উদ্দিন অনেক আগে থেকেই যুক্ত। ২০০৪ সালে কাজ শুরু করলেও ২০০৭ সাল থেকে প্রফেশনালি কাজ করছেন জিয়া উদ্দিন। ব্যক্তি জীবনে সহধর্মিণী অতদ্রিলা হুদা। বাংলাদেশের ফটোগ্রাফিকে আন্তর্জাতিক পরিসরে নতুন এক মাত্রায় নিয়ে গেলেন তিনি। বাংলাদেশ প্রতিদিনকে জিয়া উদ্দিন বলেন, ফটোগ্রাফিতে আমার পরিবার কখনো বাধাও দেয়নি আবার উৎসাহিতও করেনি। আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে আমার পরিবার। আর্ট ফটো ট্রাভেল আয়োজিত ৩টি প্রতিযোগিতার মধ্যে একটি ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ড। ফোর্বস জানিয়েছে, ২০২১ সালের প্রতিযোগিতায় এ যাবৎকালের সবচেয়ে বেশি ছবি জমা পড়ে। ১৫৬টি দেশের বিভিন্ন প্রতিযোগী ছবিগুলো জমা দেন। মডেল অভিনেত্রী সামিরা খান মাহি বাংলাদেশের এমন সাফল্যে যুক্ত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর