শিরোনাম
শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
সাশ্রয়ী ও পরিবেশবান্ধব

চট্টগ্রামে অমিতের বানানো ই-বাইক ‘আল্ট্রন ওয়ান’

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে অমিতের বানানো ই-বাইক ‘আল্ট্রন ওয়ান’

ছোটবেলায় সাইন্স ফিকশন পড়তে পড়তে উদ্ভাবনের প্রেমে পড়েন। কল্পনা করতেন এমন কিছু আবিষ্কার করে বিশ্বকে চমকে দেওয়ার। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে করতে থাকেন টানা পরিশ্রম। জীবিকার তাগিদে এক বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করলেও হাল ছাড়েননি স্বপ্নবাজ যুবক অমিত দাস। কয়েক বছরের প্রচেষ্টায় তৈরি করেছেন পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক বা ই-বাইক। যার নাম দিয়েছেন ‘আল্ট্রন ওয়ান’। অমিতের তৈরি ই-বাইক ‘আল্ট্রন ওয়ান’ একবার চার্জ দিতে খরচ হয় মাত্র ৮ থেকে ১০ টাকা। যা দিয়ে চলবে কমপক্ষে ৬০ কিলোমিটার। বর্তমানে এটি তৈরি করতে খরচ পড়ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। দাম কম হওয়ায় বাণিজ্যিকভাবে কিনতে পারবেন যে কেউ। সরকারি সহায়তা পেলে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা গাড়ি রপ্তানির স্বপ্ন দেখছেন এ যুবক।

নিজের উদ্ভাবন নিয়ে অমিত দাস বলেন, ‘সাইন্স ফিকশন পড়তে পড়তে বিজ্ঞানের প্রেমে পড়ে যাই। একসময় চিন্তা করি কম জ্বালানি ব্যবহার করে পরিবেশবান্ধব গাড়ি তৈরির। কয়েক বছরের প্রচেষ্টায় ‘আল্ট্রন ওয়ান’ তৈরি করি। সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে ই-বাইক।’

বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার মৃত অমল দাসের একমাত্র ছেলে অমিত দাস। গত কয়েক বছর ধরে বসবাস করছেন চট্টগ্রাম নগরীর হালিশহর শ্যামলী আবাসিক এলাকায়। ২০১৫ সালে জীবিকার তাগিদে চট্টগ্রাম আসেন খুলনা পলিটেনিক্যাল ইনস্টিটিউটের এ ছাত্র। বর্তমানে বেসরকারি একটি জাহাজ কোম্পানিতে কাজ করছেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হিসেবে। জীবনের প্রয়োজনে চাকরি করলেও উদ্ভাবনের নেশা ছাড়েনি তাঁকে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাকরি করেন ওই প্রতিষ্ঠানে। এরপর প্রবেশ করেন বাসস্থান কাম ল্যাবে।  ওখানেই চলে বিরামহীন কর্মযজ্ঞ। কাজ করতে করতে রাত গড়িয়ে ভোরও হয়ে যেত। টানা কয়েক বছরের প্রচেষ্টার ফসল হিসেবে আবিষ্কার করেন ই-বাইক।

সর্বশেষ খবর