জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-২০২২ এ প্রথমবারের মতো সরাসরি অংশ নিয়েই ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে ব্রোঞ্জপদক (তৃতীয় স্থান) অর্জন করেছে বাংলাদেশের ‘টিম লেইজি-গো’ দল। তিন দিনের এ আসরে ২৪ দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য পায় দলটি। অন্যদিকে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে বাংলাদেশের আরেকটি দল ‘রোবনিয়াম বাংলাদেশ’ ৩২ দেশের সঙ্গে প্রতিযোগিতা করে অষ্টম স্থান অর্জন করেছে।
বিশ্বের ৭৩ দেশের ৩৭৫টি দলের প্রায় ১ হাজার তিন শতাধিক প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। জার্মানির ডর্টমুন্ডে অনুষ্ঠিত অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২৪তম আসরে বাংলাদেশের দুই দলের দুজন করে মোট চারজন প্রতিযোগী এ অলিম্পিয়াডে অংশ নেয়।
বাংলাদেশ থেকে অংশ নেওয়া টিম ‘লেইজি-গো’র সদস্যরা হলেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকবাল সামিন পৃথুল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তওসিফ সামিন। আর টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’-এ রয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী।টিম লেইজি-গোর সদস্য ইকবাল সামিন পৃথুল জানান, ‘বাংলাদেশে রোবট তৈরি থেকে শুরু করে জার্মানির ভিসা পাওয়া পর্যন্ত অনেক প্রতিকূলতার সম্মুখীন হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, জাতীয় আয়োজকরা এবং জার্মান প্রবাসীদের সহযোগিতায় এই পুরস্কার পেয়েছি।’ এবার প্রতিযোগীরা নিজেদের খরচেই এই আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছে। সহযোগিতা করছে জেআরসি বোর্ড এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘২০২০ সালে আমরা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়েছি। বাংলাদেশ ডব্লিউআরও-এর এশিয়ার ২৫তম এবং বিশ্বব্যাপী সদস্যদের মধ্যে ৮৪তম সদস্য। সেবার প্রতিযোগিতার আসর হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ। প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ দশম স্থান অর্জন করেছে। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল। এ বছরের আয়োজনে সশরীরে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের নাম উজ্জ্বল করেছে আমাদের দেশের ছেলেরা।’ এর আগে গত আগস্ট মাসে রাজধানীর আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-২০২২ বাংলাদেশের জাতীয় পর্ব’।