শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ডেমো জাহাজ তৈরি করে তাক লাগালেন আকাশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ডেমো জাহাজ তৈরি করে তাক লাগালেন আকাশ

ইলেকট্রিক ডেমো জাহাজ তৈরি করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ভোলার চরফ্যাশনের নুরে বেলায়েত (আকাশ) নামের এক যুবক। ২৮ দিনের প্রচেষ্টায় তিনি এই ডেমো জাহাজটি তৈরি করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বাতাস ঢেউ প্রতিরোধ করে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে পারবে এই জাহাজটি। এটি ওয়াটার প্রুপ থাকায় ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর হেলে পড়লে মুহূর্তের মধ্যে আবার নিজেই আগের অবস্থানে ফিরে আসতে পারবে। সর্বোচ্চ গতি সম্পন্ন এ জাহাজটি নৌ বাহিনীর সদস্যদের জন্য নির্মাণ করেছেন। এটি বাস্তবে রূপ দেওয়া গেলে তথ্য প্রযুক্তির বদৌলতে বাংলাদেশ এগিয়ে যাবে। আকাশের আবিষ্কার রিমোর্ট কন্ট্রোল ডেমো জাহাজটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে অনেক উৎসুক জনতা। সরকারের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক জাহাজ নির্মাণের ইচ্ছে রয়েছে তার। ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের প্রবাসী আবু তাহের সিরাজের ছেলে আকাশ। জাহাজ নির্মাণে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ইউটিউব ও গুগলের সহায়তা নিয়ে ডেমো জাহাজটি তৈরি করেছেন তিনি। আকাশ বলেন, সেন্সর, লাইভ ক্যামেরা ও স্যাটেলাইটের নানান প্রযুক্তিনির্ভর রিমোট কন্ট্রোল সিস্টেমের এই জাহাজটি দেখলে বোঝা যাবে না জাহাজের অসাধারণ দুর্বার গতি ও ক্ষমতা সম্পর্কে। যে কোনো দুর্যোগের মধ্যেও স্বাভাবিক গতিতে চলতে পারবে, যে কোনো বাধা অতিক্রম করে। জাহাজটি ১০ কিলোমিটার অদূরের শত্রুপক্ষের বাধা-বিপত্তি গতিবিধি নজরদারি করতে বিশেষ সংকেত দেবে। এ ছাড়াও রয়েছে ড্রোন ফ্লাই করার ব্যবস্থাও। যার মধ্যে দূরের যে কোনো অবস্থান নির্ণয় করা যাবে। আকাশ আরও বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে নৌ-বাহিনীর সদস্যদের নিরাপত্তা, টহল অভিযান ও যুদ্ধে ব্যবহারের জন্য এ ধরনের জাহাজ সহায়তা করবে। আমার উদ্ভাবিত ডেমো জাহাজ পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। এটিই প্রথম প্রযুক্তিনির্ভর জাহাজ। নাবিকবিহীন রিমোর্ট কন্ট্রোলে জাহাজটি পরিচালনা করা যাবে।’ আকাশ মনে করেন সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে ডেমো জাহাজের বাস্তব রূপ দিতে পারবে। স্থানীয়দের দাবি, খুদে বিজ্ঞানীর প্রতিভার মূল্যায়ন করবে সরকার। আকাশের উদ্ভাবিত জাহাজটি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে সব ধরনের সাহায্য সহায়তার আশ্বাস দিয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।

সর্বশেষ খবর