শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিশ্বসেরা উদীয়মান নেতৃত্বে রাফিয়া

শনিবারের সকাল ডেস্ক

বিশ্বসেরা উদীয়মান নেতৃত্বে রাফিয়া

বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের আগামীর নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসপায়ার ইনস্টিটিউট পরিচালনা করে ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’। যার মাধ্যমে এসব নেতৃত্ব সমাজে ইতিবাচক প্রভাব রাখতে পারেন। ছয় মাস ধরে চলা এই প্রোগ্রামে পাঁচটি ধাপ অতিক্রম করে সম্প্রতি ফাইনালে ওঠেন বাংলাদেশি তরুণী রাফিয়া আক্তার মিম। ৫৮টি দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে সেরা ৩৩৭ জন তরুণের মাঝে স্থান করে নেন তিনি। রাফিয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষার্থী। তিনি নারীর উন্নয়ন, শিক্ষা, নারী নির্যাতন প্রতিরোধ, শিশুশ্রম, নারী-পুরুষ সমতা তৈরিতে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত। তরুণদের সংগঠন ‘ইভোলিউশন ৩৬০’-তে কাজ করছেন। এ ছাড়া সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন ক্যাম্পেইন ও প্রজেক্ট যথা- লিঙ্গবৈষম্য দূরীকরণে যুব উন্নয়ন কর্মশালা, বিভিন্ন প্রতিযোগিতা, রাস্তা ও গণপরিবহনে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রচারণা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিশুশ্রম এবং বাল্যবিয়ে প্রতিরোধে সেমিনারসহ বেশ কিছু প্রজেক্টে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন রাফিয়া।

 

 

 

সর্বশেষ খবর