শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশসেরা কন্টেন্ট নির্মাতা

দিনাজপুর প্রতিনিধি

দেশসেরা কন্টেন্ট নির্মাতা

ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির জনপ্রিয় প্ল্যাটফরম ‘শিক্ষক বাতায়নে’ দেশসেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়া। তার বাড়ি বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামে। তিনি ২০১৬ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দক্ষতার সঙ্গে ক্লাস পরিচালনার পাশাপাশি তিনি নিয়মিত ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন। শিক্ষকতা পেশায় তিনি ২০২১ সালে আইসিটি জেলা এম্বাসেডর, ২০২২ সালে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন। জানা যায়, ‘শিক্ষক বাতায়নে’ শিক্ষকরা মানসম্মত কনটেন্ট তৈরি করে আপলোড করেন। সেরা কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি পাওয়ায় তাঁর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরাও আনন্দিত।

এ ব্যাপারে সুলতানা রাজিয়া বলেন, প্রাথমিক শিক্ষাকে টেকসই, দীর্ঘস্থায়ী, আনন্দদায়ক, সাফল্যমণ্ডিত, শতভাগ শিখন ফল অর্জনের লক্ষ্যেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। করোনাকালীন শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে সংযুক্ত রাখতে স্টুডিওতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইভ ক্লাস, অনলাইনে গুগল মিটে লাইভ ক্লাস, ইউটিউবের মাধ্যমে রেকর্ড ক্লাস পরিচালনা ছিল আমার করোনাকালীন যুদ্ধ। বর্তমানে শিক্ষক বাতায়নে আমার আপলোডকৃত ডিজিটাল কনটেন্ট ৭৪টি ও ভিডিও কনটেন্ট ২৭টি। আগামীতেও এ অর্জন ধরে রাখতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।

সর্বশেষ খবর