শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কাতারে নার্সারি ব্যবসায় সফল বাংলাদেশি তরুণ

কাতারের রাজধানী দোহার পাশে আইন খালেদ এলাকায় নার্সারি বিক্রয় কেন্দ্রসহ সেহেলিয়ার ৮০ একর জমিতে স্থাপিত নার্সারিতে তার হাতেখড়ি বাবার হাত ধরে।

শনিবারের সকাল ডেস্ক

কাতারে নার্সারি ব্যবসায় সফল বাংলাদেশি তরুণ

দুই চোখ যেদিকে যায়, কেবল ধু ধু মরুভূমি। এটা মধ্যপ্রাচ্যের দেশ কাতারের চিরচেনা দৃশ্য। তবে সেই কাতারকে সবুজায়নে সহায়তা করে ইতিহাসের সাক্ষী হলেন বাংলাদেশি মো. রাকিবুল হাসান।

রাকিব হাসানের নার্সারির নাম রয়্যাল ফ্লাওয়ার অ্যান্ড প্লান্টস। তিনি কাতারের রাজধানী দোহার তেজিয়া শহরের একজন সফল নার্সারি ব্যবসায়ী। বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে। সুদূর কাতারে রাজধানী দোহার পাশে আইন খালেদ এলাকায় নার্সারি বিক্রয় কেন্দ্রসহ সেহেলিয়ার ৮০ একর জমিতে স্থাপিত নার্সারিতে হাতেখড়ি বাবার হাত ধরে। পরে টানা এক যুগ নিজের চেষ্টায় মিলেছে সফল উদ্যোক্তার খেতাব। রাকিবুল তার দুই ভাইকে নিয়ে গড়ে তোলা নার্সারির উদ্যোগে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। রাকিবুল প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সমুদ্রপথে বাণিজ্যিকভাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের চারা আমদানি শুরু করেন। সম্প্রতি রাকিবুলের ৮০ একর জমির ওপর নির্মিত নার্সারি পরিদর্শনে আসেন বাংলাদেশি দূতাবাসের অনেক কর্মকর্তা। প্রদর্শনী ঘুরে দেখেন বাঙালি কমিউনিটির অনেক নেতা। কাতার প্রবাসীরা বলছেন, সমুদ্রপথে চারা আমদানির মধ্য দিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি তার এ নার্সারি এখন অনেক প্রবাসীর কর্মস্থল। কাতারের তেজিয়ায় রাকিবুল ফুলের বাগান, নার্সারিসহ নানা ধরনের ফলের গাছ লাগিয়েছেন। স্থানীয় বাসিন্দারা রাকিবুলদের কাছ থেকে সবুজ গোম প্ল্যান্ট সংগ্রহ করছেন। ঘরের সৌন্দর্যবর্ধনে এসব গাছ-গাছালি কাতারবাসীর মনেও ভীষণভাবে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ খবর