শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিস্ময় বালক

১৬ বছর বয়সে মাস্টার্স পাস

শনিবারের সকাল ডেস্ক

বিস্ময় বালক

মাত্র ১৬ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি নিয়ে চমক দেখিয়েছেন হায়দরাবাদের অগস্ত্যা জয়েসওয়াল। অগস্ত্যাই ভারতের প্রথম শিক্ষার্থী যে এত কম বয়সে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন। তিনি ১৪ বছর বয়সে স্নাতক পাস করেছিলেন। সে সময়ই তিনি মিডিয়ার নজরে আসেন। পড়াশোনা করেছেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে সমাজবিদ্যা নিয়ে স্নাতকোত্তরে ভর্তি হন অগস্ত্যা। প্রথম বছরের পরীক্ষাতেই চমক দেন ১৬ বছরের এ শিক্ষার্থী।

অগস্ত্যার পরিবার গণমাধ্যমকে জানায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো অগস্ত্যা।  একদম ছোট বয়সে ১ মিনিটের মধ্যে অ থেকে ত বলতে পারত। ওর এই প্রতিভার জন্য সবার কাছে খুবই জনপ্রিয় অগস্ত্যা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর