শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পুঁতির মালায় আনিসার বিশ্বরেকর্ড

এক ঘণ্টায় ৪২.৩ মিটার লম্বা পুঁতির মালা তৈরি করেছেন

শনিবারের সকাল ডেস্ক

পুঁতির মালায় আনিসার বিশ্বরেকর্ড

 

তিনি এক ঘণ্টায় ৪২.৩ মিটার লম্বা পুঁতির মালা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েন। এই মালা তৈরি করতে তার লেগেছে  মোট ১ হাজার ৬৭১টি পুঁতি...

পুঁতিশিল্পের নান্দনিকতার পেছনে রয়েছে সৃজনশীলতা ও প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় সফল সৈয়দা আনিসা মুর্শেদ। এ কাজের স্বীকৃতিও মিলেছে তার। আনিসার নাম লেখা হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। দীর্ঘ পুঁতির মালা গেঁথে তিনি গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ‘লংগেস্ট থ্রেড অব বিডস মেড বাই এন ইন্ডিভিজুয়াল ইন ওয়ান আওয়ার’ শিরোনামে তার পুঁতির মালা জায়গা পেয়েছে। সেই সঙ্গে জায়গা পেয়েছে তার বাংলাদেশি পরিচয়। তিনি ২০ বছর ধরে পুঁতির নানা ধরনের কাজ করে আসছেন। মাত্র ১০ বছর বয়সে অনেকটা শখের বশেই পুঁতির কাজ শেখেন। দীর্ঘ অনুশীলনে ধীরে ধীরে এ কাজে পারদর্শী হয়ে ওঠেন আনিসা। তিনি এক ঘণ্টায় ৪২.৩ মিটার লম্বা পুঁতির মালা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েন। এই মালা তৈরি করতে তার লেগেছে মোট ১ হাজার ৬৭১টি পুঁতি। এর আগে এই রেকর্ড ছিল ৩২.৭ মিটার একটি পুঁতির মালার। যা থেকে আনিসা প্রায় ১০ মিটার লম্বা পুঁতির মালা তৈরি করে রেকর্ড গড়েছেন। বাংলাদেশ থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একক খেতাব খুব মানুষই পেয়েছেন। তাদের মধ্যে আনিসা একজন। মার্কেটিং ও কনটেন্ট  তৈরির কাজ করেন তিনি। তার শখের পেশা হিসেবে ‘হেই অ্যানিসে’ প্রোজেক্ট শুরু করেছিলেন ২০২১ সালে। ভিডিওর মাধ্যমে সৃজনশীলভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেন অনন্য পুঁতি শিল্পকে। সেখানেও বেশ সফল আনিসা। বাংলাদেশি কারিগরদের পুঁতিশিল্প বিশ্বের কাছে তুলে ধরতে চান তিনি।

 

সর্বশেষ খবর