শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা
২০০ টাকায় রাতযাপন ♦ সঙ্গে ফ্রি পরিবহন সুবিধা

প্রবাসী কর্মীদের জন্য আধুনিক হোস্টেল

হাসান ইমন

প্রবাসী কর্মীদের জন্য আধুনিক হোস্টেল

বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার। একেবারে গ্রামীণ আবহাওয়ায় নিরিবিলি পরিবেশ। ভিতরে সুনসান নীরবতা। চারদিকে সবুজের সমারোহ। প্রায় ১৪০ কাঠা জমির ওপর গড়ে উঠেছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ডরমেটরি। যা তৈরি করা হয়েছে বিদেশগামী এবং বিদেশফেরত কর্মীদের সাময়িক আবাসস্থল হিসেবে। এখন থেকে ফ্লাইট বিলম্ব বা অন্য কোনো কারণে কর্মীদের বিমানবন্দরের আশপাশে অবস্থানের প্রয়োজন হলে এ সেন্টারে থাকতে পারবেন। বাড়তি ভোগান্তি নিয়ে খুঁজতে হবে না আবাসিক হোটেল। এতে একদিকে যেমন খরচ বাঁচবে, তেমনি ভোগান্তি লাঘব হবে। মাত্র ২০০ টাকার বিনিময়ে যে কোনো প্রবাসী দুই দিন কাগজপত্র দেখানোর মাধ্যমে রাতযাপন করতে পারবেন এখানে। যার অবস্থান হযরত শাহজালাল বিমানবন্দরের কাছেই খিলক্ষেতের লঞ্জনীপাড়া বরুয়াতে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদেশগামী ও প্রবাসফেরত কর্মীদের সাময়িক আবাসন সুবিধাসহ বিভিন্ন সেবা দিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে ১৪০ কাঠা জমির ওপর ‘বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার’ স্থাপন করা হয়। গত বছরের ১৮ মার্চ এই সেন্টারের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এই সেন্টারে প্রবাসী কর্মীরা দিনে ২০০ টাকা ভাড়ায় বিদেশে যাওয়ার সময় অথবা বিদেশ থেকে দেশে ফেরার সময় সাময়িকভাবে অবস্থান করতে পারবেন। দুপুর ও রাত ১২০ টাকা এবং সকালের নাস্তা বাবদ ৭০ টাকা নেওয়া হয়। এখানে ৪০ জন পুরুষ ও ১০ জন নারীর থাকার ব্যবস্থা রয়েছে।

সরেজমিন দেখা যায়, একেবারে গ্রামীণ পরিবেশে সড়কের পাশে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারটির অবস্থান। নিরিবিলি সবুজ পরিবেশে প্রাচীর ঘেরা সেন্টারটি। দেখতে অনেকটা রিসোর্টের মতো। সেখানে একটি দ্বিতল ভবনের নিচতলায় প্রবাসী কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। পরিপাটি প্রতি কক্ষে তিন-চারটি শয্যায় থাকার ব্যবস্থা করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। একটি রুমে অবস্থান করা সনাতন নামে এক বিদেশগামী যাত্রী জানান, তিনি কুষ্টিয়া থেকে এসেছেন। তার এক আত্মীয়ের মাধ্যমে তিনি এ সেন্টারের কথা জেনেছেন। তিনি এখানে কম খরচে থাকতে পেরে সন্তুষ্ট। তবে ক্যান্টিন চালু না হওয়ায় সামনের একটি হোটেল থেকে খাবার আনা হয় তার জন্য। আর সেন্টারটির দ্বিতীয়তলায় প্রবাসী শ্রমিকদের প্রশিক্ষণমূলক প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন সময় প্রশিক্ষণ অনুষ্ঠান হয়ে থাকে। সেন্টারটিতে বিনোদনের ব্যবস্থাও রয়েছে। চাইলে যে কেউ টেলিভিশন দেখে সময় কাটাতে পারেন। আছে কেরম খেলার ব্যবস্থাও। ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট ও ফুটবল খেলার ব্যবস্থাও রয়েছে। সেন্টারের সামনে বসে গল্প করার জন্য রয়েছে সবুজ মাঠ। যার চারপাশে রয়েছে দেশি-বিদেশি প্রজাতির অসংখ্য ফল-ফুলগাছ। এমন পরিবেশ যে কাউকে প্রশান্তি দেবে। ক্যান্টিন বন্ধ থাকলেও খুব দ্রুতই চালু হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। তারা জানায়, সেন্টারটিতে মোট সাতজন স্টাফ রয়েছেন। এর মধ্যে একটি গাড়ি আনা-নেওয়ার জন্য সারাক্ষণ অবস্থান করে। একজন ড্রাইভারও রয়েছে। এ বিষয়ে সেন্টারটির উপসহকারী পরিচালক আনিসুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন আগের চেয়ে বেশি মানুষ আসছেন। প্রতিদিন গড়ে ১০-১৫ জন রাতযাপন করছেন। মাঝেমধ্যে আরও বেশিও হয়ে যায়। ক্যান্টিন চালু প্রসঙ্গে তিনি বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় ক্যান্টিন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে কথা হয়েছে। আশা করি খুব দ্রুতই চালু হবে। তবে ১২০ টাকায় দুপুর ও রাতে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আর সকালে ৭০ টাকায় নাস্তা করার ব্যবস্থা রয়েছে। ওয়েজ আর্নার্স সেন্টারে সুযোগ-সুবিধা : ওয়েজ আর্নার্স সেন্টারে শুধু আবাসন নয়, এখানে প্রবাসী কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে। এই সুযোগ-সুবিধাগুলোর মধ্যে বিদেশগামী ও ফেরত প্রবাসী কর্মীরা ১০০ টাকা ফি দিয়ে সরাসরি বা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। একজন কর্মী আবেদন করতে পারবেন একটি সিটের জন্য। প্রতি রাতের জন্য সিট ভাড়া ২০০ টাকা এবং প্রতিবার সর্বোচ্চ দুই রাত অবস্থান করা যাবে। অবস্থানের ক্ষেত্রে পাসপোর্ট ও এয়ার টিকিটের কপিসহ লাগবে প্রয়োজনীয় কাগজপত্র। বিমানবন্দর থেকে সেন্টারে যাতায়াতের জন্য ফ্রি পরিবহন সুবিধা রয়েছে। সেফ লকারে লাগেজসহ মূল্যবান মালামাল সংরক্ষণের ব্যবস্থা, টেলিফোন সুবিধা, ইন্টারনেট ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে সেন্টারটিতে।  এ ছাড়া কর্মীদের জন্য কাউন্সেলিং ও মোটিভেশনের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থাসহ সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে সেন্টারে। নারী-পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রয়েছে। ১০০ টাকা দিয়ে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারে সরাসরি বা অনলাইনে বুক করার সুযোগ রয়েছে।

সর্বশেষ খবর