শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি ক্যাপ্টেন

শনিবারের সকাল ডেস্ক

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি ক্যাপ্টেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডিতে) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন পটুয়াখালীর এ কে এম সফিউল আলম প্রিন্স। সম্প্রতি দুই শতাধিক পদোন্নতিপ্রাপ্তের মধ্যে একমাত্র বাংলাদেশি  হিসেবে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান তিনি...

 

বিশ্বের প্রথম সারির পুলিশ বাহিনীর একটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগ। সংক্ষেপে ডাকা হয় এনওয়াইপিডি বলে। সম্প্রতি এই পুলিশ বিভাগের সম্মানজনক ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন একজন বাংলাদেশি। তার নাম এ কে এম সফিউল আলম প্রিন্স। দুই শতাধিক পদোন্নতিপ্রাপ্তের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে ক্যাপ্টেন পদে তাকে পদোন্নতি দেওয়া হয়। নিউইয়র্কের কুইন্সে অবস্থিত পুলিশ একাডেমিতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন পুলিশ কমিশনার ডারমট শিয়া। এ কে এম সফিউল আলম প্রিন্স বর্তমানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) সাধারণ সম্পাদক। ক্যাপ্টেন সফিউল আলম পটুয়াখালী জেলার কলাপাড়া সদরের অ্যাডভোকেট এ কে এম শাহ আলম ও জাহানারা আলমের কনিষ্ঠ পুত্র। ছাত্রজীবন থেকেই সফিউল আলম অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি কলাপাড়া উপজেলার খেপুপাড়া সরকারি হাইস্কুল থেকে এসএসসি এবং মোজাহের উদ্দীন বিশ্বাস কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০০০ সালে আমেরিকায় পাড়ি জমান। ২০০৬ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেওয়ার আগে তিনি কুইন্স বোরো কমিউনিটি কলেজ থেকে ম্যানেজমেন্ট এবং নিউইয়র্ক সিটির জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসের ওপর দ্বিতীয় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে পুলিশের সার্জেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ার পর দীর্ঘদিন ধরে ম্যানহাটনের পিএসএ ফাইভে কর্মরত ছিলেন। এরপর ২০১৭ সালে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়ে ৭১ প্রিসিস্কটের ইন্টিগ্রিটি কন্ট্রোল অফিসার (আইসিও) হিসেবে যোগ দেন। ক্যাপ্টেন পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি পুলিশের ট্রান্সপোরটেশন ব্যুরোতে আইসিও হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত বাহিনীতে প্রায় চার শতাধিক বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে একজন ডেপুটি ইন্সপেক্টর, ৫ জন ক্যাপ্টেন, ১৩ জন লেফট্যানেন্ট, ৩৭ জন সার্জেন্ট এবং ১২ জন ডিটেকটিভ রয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক সিটিতে পুলিশ বিভাগের অধীনে সাত শতাধিক ট্রাফিক পুলিশ, স্কুল সেফটি এজেন্ট, পুলিশ কমিউনিকেশন টেকনিশিয়ান, স্কুল ক্রসিং গার্ডসহ বিভাগের অন্যান্য ইউনিটে মোট হাজারের বেশি বাংলাদেশি অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ খবর