শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বালুতে মিশ্র ফলের বাগান

নজরুল মৃধা, রংপুর

বালুতে মিশ্র ফলের বাগান

রংপুরের হারাগাছের চর ধুমগাড়া এলাকায় শতভাগ বালু জমিতে মিশ্র ফলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন ৭০ বছর বয়সী কবি ও লেখক আতাউল করিম অতুল। তিন একর বালু জমিতে গড়ে তুলেছেন হাজী জিয়ারত উল্লা কৃষি পল্লী। কৃষি পল্লী বাগানের পাশে রয়েছে পুকুর। এতে আছে বিভিন্ন প্রজাতির মাছ। বাগানে রয়েছে ২০০ ভারত সুন্দরী বড়ই গাছ, ২০০ পেঁপে, ৫০টি আম গাছ, ৩৫টি লিচু গাছ, সুপার ভাগোয়া বেদানা ১০০টি, কমলা ফলের গাছ ১০টি, মালটা গাছ ৩৫টি, লটকন ১০টি, তেজপাতা গাছ ৮০টি। বাগানে গাছের ফাঁকে ফাঁকে চাষ করা হয়েছে পিঁয়াজ, রসুন। বাগান ঘিরে রয়েছে কয়েকটি কলা গাছ। ধুমগাড়া চরে গড়ে ওঠা হাজী জিয়ারত উল্লা কৃষি পল্লী বাগান কৃষি সংশ্লিষ্টরা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। অতুলের দেখাদেখি অনেকে বালু চরে বাগান করতে আগ্রহ প্রকাশ করেছেন। তার বাগানের ভারত সুন্দরী বড়ই বিক্রি হচ্ছে রংপুর সিটি বাজারে। ব্যাপারীরাও বাগানে এসে বড়ই ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এরপর আসবে আমের মৌসুম। বিক্রি করছেন পেঁপেও।

বাগানের প্রতিষ্ঠাতা কবি আতাউল করিম অতুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান হলো ‘এক ইঞ্চি পতিত জমিও অনাবাদি রাখা যাবে না’। ওই আহ্বানে সাড়া দিয়ে চর ধুমগাড়ায় শতভাগ বালু জমিতে মিশ্র ফলের বাগান করার চিন্তা করি। প্রথমে সবাই আমাকে নিরুৎসাহিত করে। সবার কথা বালুতে কিছু হয় না। চিন্তা করি কীভাবে কী করা যায়। এক সময় মনে হলো বালুতে গর্ত করে ভালো মাটি এনে সেই গর্ত ভরাট করলে কেমন হয়। যে ভাবা সেই কাজ। ভালো মাটি এনে গোবরসহ গর্ত ভরাট করে লাগালাম বিভিন্ন ফলের চারা। দিলাম প্রচুর পরিমাণ পানি। সব চারা এখন ফলদায়ক বৃক্ষ। তার এই বাগান করতে ২০ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে।

তিনি বলে, নদীমাতৃক দেশ আমাদের নদীর অববাহিকায় প্রচুর বালু। বাগানের পাশ দিয়ে বয়ে গেছে মরা তিস্তা। এখন অনেকেই ফল বাগানের দিকে ঝুঁকছে। বাগানগুলো হচ্ছে কৃষি জমিতে। ধীরে ধীরে কৃষি জমি কমে যাচ্ছে। আমি যে পদ্ধতিতে বাগান করেছি। সেই ভাবে যদি বাগান করা হয়। তাহলে আমরা নদীর দুই পাড়ের বালু জমিতে ফসল উৎপাদন করতে পারব। আর কৃষি জমিতে থাকবে কৃষি ফসল। ফল ফসলে ভরে উঠবে দেশ।

কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, আমি বাগান পরিদর্শন করেছি। এটি একটি ভালো উদ্যোগ। তার কাজে উৎসাহিত হয়ে অনেকেই বালুতে বাগান করতে আগ্রহী হবেন।

সর্বশেষ খবর