শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বক্সার জিনাতের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম

শনিবারের সকাল ডেস্ক

বক্সার জিনাতের সঙ্গে জড়িয়ে  আছে বাংলাদেশের নাম

বাংলাদেশি-আমেরিকান নারী বক্সার জিনাত ফেরদৌস। তার জন্ম নিউইয়র্কে হলেও শরীরে বইছে বাংলাদেশের রক্ত। জিনাতের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। মায়ের বাড়ি পাবনায়। ১৯৮৭ সালে তার বাবা-মা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা জিনাতের। সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে আফ্রিকার ডারবানে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়ে জিনাত। বক্সিংয়ে দ্যুতি ছড়ানো জিনাতের অর্জনে বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশের নাম। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ বক্সিংয়ে সোনা জয় করেন জিনাত। ৫০ কেজি ওজন শ্রেণিতে তিনি ফাইনালে হারান ইথিওপিয়ান প্রতিযোগীকে। গত সেপ্টেম্বরে চীনের হাংজু এশিয়ান গেমসে জিনাত বাংলাদেশ দলে ছিলেন। প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়ে দ্বিতীয় রাউন্ডে হেরে যান মঙ্গোলিয়ান প্রতিযোগীর কাছে। যুক্তরাষ্ট্রে ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত অংশ নেন জিনাত।

এ বছর প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসেও বাংলাদেশের হয়ে রিংয়ে নামতে চান তিনি। আগামী মাসে থাইল্যান্ডে অলিম্পিক বক্সিং বাছাইয়ে অংশ নেবেন। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, জিনাতের স্বর্ণপদক জয় দেশের বক্সিংয়ের জন্য অনেক বড় একটি সফলতা। তার স্বর্ণ জয়ই দেশের সেরা সাফল্য। জিনাতের পারফরম্যান্স, অভিজ্ঞতা ও ফাইটিং দক্ষতা খুবই ভালো। থাইল্যান্ডে হতে যাওয়া প্যারিস অলিম্পিকসের বাছাইয়ে অংশ নেবেন জিনাত। সেখানে ভালো কিছুর আশা করছেন তারা। থাইল্যান্ডে অলিম্পিকের বাছাইপর্বে জিনাত ছাড়াও বাংলাদেশ থেকে খেলবেন আরও তিন বক্সার। মাজহারুল ইসলাম তুহিন আশা করছেন, সেরা চারের মধ্যে থেকে প্যারিসে খেলার সুযোগ পাবেন জিনাত।

সর্বশেষ খবর