শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

১০০ টাকার গ্যাসে ১০০ কিলোমিটার!

মোটরসাইকেল গ্যাসে রূপান্তরিত করার কারিগর কাউসার

মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

১০০ টাকার গ্যাসে ১০০ কিলোমিটার!

তেলচালিত মোটরসাইকেল এলপিজি গ্যাসে রূপান্তর করে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল্লাহ আল কাউসার। তার দাবি, ১০০ টাকার গ্যাসে ১০০ কিলোমিটার বাইক চালাতে পারবেন এই প্রযুক্তি ব্যবহারকারীরা। এ ধরনের প্রযুক্তিগত পরিবর্তন সম্পন্ন মোটরসাইকেল সড়কে চলাচলের অনুমতি দেওয়া হলে জ্বালানি তেলের সাশ্রয় হবে বলে মনে করেন তিনি। চট্টগ্রামে জন্ম হলেও পিতার রেলে চাকরি এবং কর্মসংস্থানের জন্য বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে বসবাস করছেন আব্দুল্লাহ আল কাউসার। তিনি একজন মাদরাসা শিক্ষক। প্রায় আট মাস আগে টাঙ্গাইলের রফিকের কাছে মোটরসাইকেল তেল থেকে গ্যাসে রূপান্তরের পদ্ধতি দেখতে পান। এরপর তিনিও উদ্বুদ্ধ হয়ে তার নিজের মোটরসাইকেলটি গ্যাসে রূপান্তর করেন। পরবর্তীতে এ নিয়ে গবেষণা শুরু করেন। বিভিন্ন স্থানে যোগাযোগ করে প্রযুক্তি জানার পর ১৫ দিন আগে তিনি চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের মোটরসাইকেল গ্যাসে রূপান্তর শুরু করেছেন। এতে তিনি বেশ সাড়াও পাচ্ছেন বলে জানান। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এসে তার কাছ থেকে অন্তত ১০টি মোটরসাইকেল গ্যাসে রূপান্তর করে নিয়ে গেছেন। এখন অনেকেই তার সঙ্গে যোগাযোগ করছেন নিজেদের মোটরসাইকেল গ্যাসে রূপান্তর করার জন্য। গ্যাস চালিত মোটরসাইকেল সড়কে চলাচলের অনুমোদন নেই। তাই অনুমতি না পেলে তিনি মোটরসাইকেল থেকে গ্যাস চেম্বার খুলে নেবেন বলেও জানান। আব্দুল্লাহ আল কাউসারের দাবি, তার এই আবিষ্কার শতভাগ নিরাপদ এবং অর্থ সাশ্রয়ী। মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে তেল থেকে গ্যাসে মোটরসাইকেল গ্যাসে রূপান্তরিত করা সম্ভব। এই মোটরসাইকেল গ্যাস ও তেল উভয় দিয়েই চালানো যাবে। গ্যাস দিয়ে চালানোর সময় তেলের পাইপটি শুধু খুলে রাখতে হবে বলে জানিয়েছেন তিনি।

গ্যাসে রূপান্তরিত মোটরসাইকেল সড়কে চলাচলের অনুমতি দেওয়া হলে অনেকেই মোটরসাইকেল গ্যাসে রূপান্তর করতে আগ্রহী বলে জানান তিনি।

সর্বশেষ খবর