১৪ নভেম্বর, ২০২৩ ১৩:৩৪

চীনা প্রযুক্তির ওপর আস্থা না রাখার আহ্বান স্টলটেনবার্গের

অনলাইন ডেস্ক

চীনা প্রযুক্তির ওপর আস্থা না রাখার আহ্বান স্টলটেনবার্গের

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ  মিত্রদের সতর্ক করে দিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়নে চীনা প্রযুক্তির ওপর আস্থা না রাখতে হবে।

তিনি বলেন, আমরা আমাদের জ্বালানি সরবরাহের জন্য রাশিয়ার ওপর নির্ভর করার ফলাফল দেখেছি। আমাদের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কগুলির জন্য প্রযুক্তি সরবরাহের জন্য চীনের ওপর নির্ভর করে আমাদের এই ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয়। 

বার্লিনে ন্যাটোর প্রথম বার্ষিক সাইবার ডিফেন্স কনফারেন্সে ন্যাটো সদস্য রাষ্ট্র ও অংশীদারদের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা একত্রিত হন।

তিনি যুক্তি দেন  রাশিয়া এবং চীনের মতো দেশগুলি পশ্চিমাদের মূল্যবোধ, স্বার্থের পাশাপাশি সাইবার স্পেসের সুরক্ষাকে চ্যালেঞ্জ করছে।

তিনি বলেন, চীন আমাদের প্রতিপক্ষ না হলেও তারা আমাদের মূল্যবোধের অংশীদার নয়। আর সাইবার স্পেসের ভবিষ্যতকে নিজের ইমেজে রূপ দিতে বদ্ধপরিকর। খুব কম স্বচ্ছতা এবং মানবাধিকারের প্রতি কোনো শ্রদ্ধা না থাকায় তিনি চীনকে দেশটিতে দমনের হাতিয়ার হিসাবে নতুন প্রযুক্তি ব্যবহার করার অভিযোগ করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর