শিরোনাম
১৬ নভেম্বর, ২০২৩ ২২:৫৯

যে গ্রহে বালু বৃষ্টি হয় : নাসার টেলিস্কোপের আবিষ্কার

অনলাইন ডেস্ক

যে গ্রহে বালু বৃষ্টি হয় : নাসার টেলিস্কোপের আবিষ্কার

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকাশ করেছে, বালুকণা বৃষ্টির মতো পড়ে। গার্ডিয়ানের খবরে এটাকে যুগান্তকারী পর্যবেক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে।  

ওয়াস্প-১০৭বি নামক গ্রহটি ২০০ আলোকবর্ষ দূরে কন্যা নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবং ইতিমধ্যে জ্যোতির্বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে।  কারণ, এটি খুব বড় কিন্তু খুব হালকা। এটি ‘ক্যান্ডি ফ্লস’ গ্রহের ডাকনাম অর্জন করেছে। 

সাম্প্রতিক পর্যবেক্ষণগুলি আমাদের সৌরজগতের বাইরে একটি অদ্ভুত এবং বহিরাগত বিশ্বের অভূতপূর্ব ঝলক দেখায় যেখানে সিলিকেট বালির মেঘ এবং বৃষ্টি, প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড বাতাস এবং সালফার ডাই অক্সাইডের স্বতন্ত্র পোড়া গন্ধ রয়েছে। 

ক্যাথলিক ইনস্টিটিউট (কেইউ) লিউভেনের অধ্যাপক লিন ডেসিন বলেন, অন্যান্য গ্রহ সম্পর্কে আমাদের জ্ঞান পৃথিবী থেকে আমরা যা জানি তার উপর ভিত্তি করে। এটি একটি অত্যন্ত সীমিত জ্ঞান।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর