১৯ নভেম্বর, ২০২৩ ০৭:৩৮

আরও উচ্চতায় গিয়ে হারাল ইলন মাস্কের স্টারশিপ রকেট

অনলাইন ডেস্ক

আরও উচ্চতায় গিয়ে হারাল ইলন মাস্কের স্টারশিপ রকেট

মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স জানিয়েছে, টেক্সাস থেকে দ্বিতীয় পরীক্ষামূলক উড্ডয়নের পর তারা তাদের বিশাল নতুন রকেট স্টারশিপের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

১২০ মিটার লম্বা (৩৯৫ ফুট) গাড়িটি এপ্রিলে বিস্ফোরণ যাত্রা শুরু করে।  সর্বশেষ যাত্রায় এটি আরও বেশি উচ্চতায় গিয়েছে।  

প্রযুক্তিগত সমস্যার কারণে রকেটের উড্ডয়ন সংক্ষিপ্ত করা হয়। তবে এটি স্পষ্ট যে, পূর্ববর্তী সমস্যাগুলি ঠিক করা হয়েছিল।

আমেরিকান স্পেস এজেন্সি প্রচেষ্টার জন্য স্পেসএক্সকে অভিনন্দন জানায়।

নাসার প্রধান বিল নেলসন এক টুইটবার্তায় বলেন, স্পেসফ্লাইট একটি সাহসী অ্যাডভেঞ্চার, যা একটি সাহসী উদ্ভাবনের দাবি রাখে। আজকের পরীক্ষা শেখার একটা সুযোগ। ভবিষ্যতে আবারও উড়ুক।

সংস্থাটি এই দশকের শেষের দিকে চাঁদে মানুষ অবতরণের জন্য স্টারশিপের একটি সংস্করণ ব্যবহার করতে চায়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর