২০ নভেম্বর, ২০২৩ ০৮:৫০

চরম আবহাওয়া যেভাবে যুক্তরাজ্যের ঐতিহ্যের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’

অনলাইন ডেস্ক

চরম আবহাওয়া যেভাবে যুক্তরাজ্যের ঐতিহ্যের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’

বন্যা, দাবানল এবং চরম আবহাওয়া যুক্তরাজ্যের ন্যাশনাল ট্রাস্ট পরিচালিত প্রায় তিন-চতুর্থাংশ স্থাপনার ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছে।

দাতব্য সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তন তাদের ২৮ হাজার ৫০০ ঐতিহাসিক বাড়িঘর, ২ লাখ ৫০ হাজার হেক্টর জমি এবং ৭৮০ মাইল উপকূলরেখার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’।

সোমবারের প্রতিবেদনে ট্রাস্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংস্থাগুলোকে আরও বেশি কিছু করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সরকার বলেছে, দেশের স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য তাদের পাঁচ বছরের পরিকল্পনা রয়েছে।

ট্রাস্টের প্রাকৃতিক সম্পদ পরিচালক প্যাট্রিক বেগ বলেন, জলবায়ু পরিবর্তন ‘জরুরি এবং নিরবচ্ছিন্ন মনোযোগ’ দাবি করে এবং আমাদের যত্নের জায়গাগুলির জন্য একক বৃহত্তম হুমকি’ উপস্থাপন করে।

ট্রাস্ট তার রাষ্ট্রীয় বাড়িঘর, জাদুঘর সংগ্রহ, পার্ক, উদ্যান এবং জমির হোল্ডিংয়ে জলবায়ু পরিবর্তনের হুমকিগুলি পর্যবেক্ষণ করছে, যেমন বৃষ্টিপাত, বন্যা, খরা এবং দাবানলের মতো বর্তমান চরম আবহাওয়ার ঘটনাগুলি ম্যাপিং করে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর