শিরোনাম
২০ নভেম্বর, ২০২৩ ১৬:৫৮

মিশরে পাঠানো হল ঝুঁকিতে থাকা গাজার ২৮ শিশুকে

অনলাইন ডেস্ক

মিশরে পাঠানো হল ঝুঁকিতে থাকা গাজার ২৮ শিশুকে

নির্ধারিত সময়ের আগে জন্মানো গাজার ২৮ শিশুকে রাফাহ ক্রসিং দিয়ে মিশরের পাঠানো হয়েছে। তাদেরকে গাজার আল-শিফা হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।  

মিশরের স্বাস্থ্যমন্ত্রী ওই শিশুদের এল আরিশ বিমানবন্দরে গ্রহণ করেছেন। 

মোট ৩১ শিশুকে আল শিফা হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বাকি তিন জনের অবস্থা জানা যায়নি। 

আল-শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, ওই হাসপাতালকে নিজেদের সুড়ঙ্গ নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করছে হামাস। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর