২২ নভেম্বর, ২০২৩ ২১:৩৮

চীনে পাওয়া গেল ডিমসহ ১৯ কোটি বছরের আগের ডাইনোসরের ফসিল

অনলাইন ডেস্ক

চীনে পাওয়া গেল ডিমসহ ১৯ কোটি বছরের আগের ডাইনোসরের ফসিল

চীনের গবেষকরা একটি অপরিচিত প্রজাতির ডাইনোসরের ফসিল আবিষ্কার করেছেন। সাথে পাওয়া গেছে কয়েক ডজন না ফোটা ডিমও।

নেচার সায়েন্স রিভিউ জার্নালে প্রকাশিত গবেষণায় এই তথ্য জানা গেছে। চীনের অ্যাকাডেমি অব সায়েন্সের ভেরটেরাব্রেট প্যালিওনটোলজি অ্যান্ড প্যালিওয়ানথ্রোপলজির একটি দল এই ফসিলগুলো আবিষ্কার করেছে। যেখানে আছে তিনটি প্রাপ্তবয়স্ক ডাইনোসরের ফসিল।

গবেষকদের ধারণা ডাইনোসরের এই প্রজাতি পৃথিবীতে জুরাসিক আমলে ১৯ কোটি বছর আগে বাস করতো। চীনের গুয়াংঝু প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এগুলো আবিষ্কার করা হয়।

এই প্রজাতিকে কিয়ানলং শোহু নামে সনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই ডাইনোসরগুলো আকারে ছিল বেশ বড় আর চার পায়ে হাঁটত। তাদের গলা ছিল বেশ লম্বা। এগুলোর লেজ ছিল লম্বা, মাথা ছিল ছোটো, পাগুলো ছিল তুলনামূলক ছোটো।
 এই প্রজাতির ডাইনোসর সাধারণত লম্বায় ২০ ফুট হয়ে থাকে।

এই ফসিলের পাশে গবেষকরা ৫০টি ডিমও পেয়েছেন। 
 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর