২৫ নভেম্বর, ২০২৩ ২১:১৪

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কৃত্রিম বৃষ্টি ঝরাতে চায় পাকিস্তান!

অনলাইন ডেস্ক

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কৃত্রিম বৃষ্টি ঝরাতে চায় পাকিস্তান!

বায়ুদূষণে নাকাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী শহর লাহোরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় স্থানীয়ও সরকারও পড়েছে বেশ সমালোচনায়। 

পরিস্থিতি সামাল দিতে এবার অর্থকষ্টে ভোগা পাকিস্তানের এই রাজ্যটি কৃত্রিম বৃষ্টি নামানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চলেছে। আর এই কৃত্রিম বৃষ্টি নামাতে খরচ হতে পারে ৪২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি। 

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে পাঞ্জাব প্রদেশের রাজধানীতে লাহোরে গতকাল শুক্রবার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৫৬ রেকর্ড করা হয়েছে।

আর এই অবস্থায় দূষণের কারণে জনজীবন একরকম অচল হয়ে পড়ার পথে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর