২৮ নভেম্বর, ২০২৩ ১৬:৩৬

১১ কোটি আলোকবর্ষ দূরের ‌‘লুকানো গ্যালাক্সি’র ছবি প্রকাশ করল নাসা

অনলাইন ডেস্ক

১১ কোটি আলোকবর্ষ দূরের ‌‘লুকানো গ্যালাক্সি’র ছবি প্রকাশ করল নাসা

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবারও মহাকাশের একটি বিস্ময়কর গ্যালাক্সির ছবি প্রকাশ করেছে। ‘গোপন গ্যালাক্সি’ নামে পরিচিত এটি। হাবল টেলিস্কোপ ব্যবহার করে ১১ কোটি আলোকবর্ষ দূরের এই গ্যালাক্সিটির ছবি তোলা হয়েছে। 

ইউরোপিয়ান মহাকাশ সংস্থার ইউক্লিড মিশন এই ছবিটি তোলা হয়েছে। 

নাসা ছবির ক্যাপশনে লিখেছে, দ্য স্পাইরাল গ্যালাক্সিটি গোপন গ্যালাক্সি নামেও পরিচিত। ইউক্লিড মিশনের তোলা প্রথম পাঁচটি ছবির মধ্যে এটি একটি। 

নাসা আরও জানিয়েছে, এটি পৃথিবী থেকে ১১ কোটি আলোকবর্ষ দূরে। নাসার প্রকাশ করা ছবিটিতে ইন্টারনেটেও বেশ আলোড়ন তুলেছে। অনেক নেটিজেন মুগ্ধ বনে গেছেন। কেউ আবার প্রকাশ করেছেন বিস্ময়। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর