১ ডিসেম্বর, ২০২৩ ২১:২৭

মহাকাশে ৩৬০-ডিগ্রি অ্যাকশন ক্যামেরা!

অনলাইন ডেস্ক

মহাকাশে ৩৬০-ডিগ্রি অ্যাকশন ক্যামেরা!

চীনের কোম্পানি ইন্সটা৩৬০ মহাকাশে একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা পাঠিয়েছে। কক্ষপথে ঘুরতে থাকা একটি স্যাটেলাইটের সাথে জুড়ে দেওয়া হয়েছে ক্যামেরাটি। আর সেই ক্যামেরাতেই ধরা পড়েছে পৃথিবীর নান্দনিক রূপ।

এতে গ্রহগুলোর এক অবিশ্বাস্য ৩৬০ ডিগ্রি ছবির দেখা পাওয়া গেছে। 

ছায়াপথ ও পৃথিবীর দারুণ মেলবন্ধ দেখা গেছে ইন্সটার প্রকাশ করা ভিডিওতে।

এবারই প্রথম মহাকাশে ৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরা পাঠানো হয়েছে। এই ক্যামেরা পাঠাতে দরকার হয়েছে অনেকটা সময়। ২০২১ সালে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। আর মহাকাশে ক্যামেরাটি পাঠানো হয় চলতি বছরের ১৬ জানুয়ারি। 

ওই ক্যামেরাটি মহাকাশে এক বছর থাকবে। এই সময়ে গবেষণার জন্য মহাকাশের নানা ধরনে ছবি পাঠাবে ক্যামেরাটি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর