১১ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫০

পৃথিবীর ওপর রহস্যময় বজ্রপাতের লাল আলোর ঝলকানি

অনলাইন ডেস্ক

পৃথিবীর ওপর রহস্যময় বজ্রপাতের লাল আলোর ঝলকানি

পৃথিবীর ওপর রহস্যময় বজ্রপাতের লাল আলোর ঝলকানি (রেড স্প্রাইট) ধরা পড়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) একজন মহাকাশচারী এটা ক্যামেরায় ধারণ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, আন্দ্রেয়াস মোগেনসেননামের ওই নভোচারী ডেনমার্কের ডেনিশ টেকনিক্যাল ইউনিভার্সিটির জন্য একটি গবেষণা করার জন্য একটি উচ্চ-রেজোলিউশন ক্যামেরা ব্যবহার করে ছবিগুলো তুলেছেন।  

গবেষণাটি ছিল, উচ্চ বায়ুমণ্ডলীয় বজ্রপাত এবং গ্রিনহাউস গ্যাস স্তরের ওপর এর প্রভাব নিয়ে।

 বিজ্ঞানীরা অনুমান করছেন,  আন্দ্রেয়াসের ছবিতে বজ্রপাতের লাল আলোর ঝলকানি প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল 

গবেষণা দলের নেতৃত্ব দেওয়া বিজ্ঞান অলিভিয়ার চ্যানরিওন বলেন, আন্দ্রেয়াসের ছবিগুলো চমৎকার।  

রেড স্প্রাইটকে লাল বজ্রপাত বলা হয়। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪০ থেকে ৮০ কিলোমিটার উপরে ঘটে। এ লাল আলোর ঝলকানি কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয়। আর এ সময়ের মধ্যে ছবি তোলাই বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জের বিষয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

আন্দ্রেয়াসের ছবিতে বজ্রপাতের লাল আলোর ঝলকানি প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর