১৫ ডিসেম্বর, ২০২৩ ১৬:৪৩

অত্যধিক তাপমাত্রায় গলে যাচ্ছে আর্কটিক পারমাফ্রস্ট, বিজ্ঞানীরা উদ্বিগ্ন

অনলাইন ডেস্ক

অত্যধিক তাপমাত্রায় গলে যাচ্ছে আর্কটিক পারমাফ্রস্ট, বিজ্ঞানীরা উদ্বিগ্ন

ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে গলমান আর্কটিক পারমাফ্রস্ট যেন একটি লুকানো বিপদ। এটি মিথেনের বিশাল ভাণ্ডার যা একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস।

বিজ্ঞানীরা এটিকে ‘মিথেন দানব’ বলে অভিহিত করেছেন। এর সম্পূর্ণ প্রভাব সম্পর্কে তারা অনিশ্চিত তবে এটা উন্মুক্তের ভয় রয়েছে।

আর্কটিক মহাসাগরের নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জ স্ভালবার্ড অন্বেষণ করে তারা প্রত্যাশার চেয়ে বেশি পৃষ্ঠের কাছাকাছি গভীর মিথেন জমার সন্ধান পেয়েছেন। এটা সম্ভাব্য দ্রুত উদগিরণ এবং এর বৈশ্বিক পরিণতি সম্পর্কে উদ্বেগ বাড়িয়ে তোলে।

আর্কটিকের হিমায়িত ভূমিতে একটি টাইম বোমা রয়েছে এবং বিজ্ঞানীরা এর হুমকি বোঝার জন্য দৌড়ঝাপ করছেন। 

স্ভালবার্ডের ইউনিভার্সিটি সেন্টারের ড. থমাস বির্চাল যিনি ফ্রন্টিয়ারস ইন আর্থ সায়েন্সে গবেষণার প্রধান লেখক। তিনি বলেন, স্ভালবার্ডের ভূতাত্ত্বিক এবং হিমবাহের ইতিহাস আর্কটিক অঞ্চলের বাকি অংশের সাথে খুব মিল রয়েছে, তাই মিথেনের এই অভিবাসী আমানতগুলি আর্কটিকের অন্য কোথাও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর