৪ জানুয়ারি, ২০২৪ ১৩:৪০

একই অঙ্গে তার কতো রূপ!

নিজস্ব প্রতিবেদক

একই অঙ্গে তার কতো রূপ!

এবার কলম্বিয়ায় গবেষকদের ক্যামেরায় ধরা পড়ল এক বিরল পাখির ছবি। একই দেহে যে নারী ও পুরুষের বৈশিষ্ট্য একই সাথে বয়ে বেড়াচ্ছে পাখিটি।

এই ধরনের পাখির সবশেষ দেখা পাওয়া গিয়েছিল একশ' বছর আগে।

এই বিরল পাখিটির শরীরের এক অংশে নারী পাখির রঙ, অন্য অংশে পুরুষের। এই প্রজাতির পাখির মধ্যে দ্বিতীয় বার এমনটা দেখা গেছে বলে দাবি করেছেন গবেষকরা।

কলম্বিয়ার একটি সংরক্ষিত এলাকায় এই পাখিটির দেখা মিলেছে। 

গবেষণায় অপেশাদার পক্ষীবিদ জন মুরিলো প্রথমবার এই বিরল পাখিটি দেখেন। বিষয়টি তিনি ইউনিভার্সিটি অব ওটাগো হামিশ স্পেন্সারকে জানান।  

গবেষকরা জানিয়েছেন, পাখিটির অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গেও নারী-পুরুষের বৈশিষ্ট্য বিদ্যমান। 


সূত্র: ইন্ডিপেনডেন্ট


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর