১৯ জানুয়ারি, ২০২৪ ১৫:৫৯

গভীর সমুদ্রে নতুন চার প্রজাতির অক্টোপাস আবিষ্কার করল বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

গভীর সমুদ্রে নতুন চার প্রজাতির অক্টোপাস আবিষ্কার করল বিজ্ঞানীরা

কোস্টারিকার গভীর সমুদ্রে নতুন চার প্রজাতির অক্টোপাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এই প্রাণীগুলো এর আগে কেউ দেখেনি।

এই অক্টোপাস সদৃশ এই প্রাণীগুলোর সাময়িক নাম দেওয়া হয়েছে ‘ডোরাডো অক্টোপাস।’

কোস্টারিকার সমুদ্র এলাকার ১০০ বর্গ মাইল জুড়ে এই নতুন প্রজাতির অক্টোপাসের বাস। ২০২৩ সালে কোস্টারিকা উপকূলের সমুদ্র এলাকায় গবেষণা চালানোর সময় আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল এই অক্টোপাসগুলোর দেখা পান। হালকা স্বচ্ছ শরীরের অধিকারি এই প্রাণীগুলো দেখে তারা রীতিমতো চমকে গেছেন।

জুনে প্রথমবার এই প্রাণীগুলোর দেখা পাওয়ার ছয় মাস পর বিজ্ঞানীরা এগুলোকে নতুন প্রজাতি হিসেবে সনাক্ত করেন। এছাড়াও তারা আরো কয়েকটি নতুন প্রজাতির অক্টোপাসের দিকে নজর রাখছেন। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর