২৩ জানুয়ারি, ২০২৪ ১৬:৫১

আসলেই কি নিজেদের নাম ধরে ডাকে ডলফিন?

নিজস্ব প্রতিবেদক

আসলেই কি নিজেদের নাম ধরে ডাকে ডলফিন?

ডলফিনকে সামুদ্রিক প্রাণীদের মধ্যে কিছুটা বেশি বুদ্ধিসম্পন্ন মনে করা হয়। বিজ্ঞানীদের দাবি, ডলফিন নিজেদের মধ্যে নাম ধরে ডাকাডাকির কাজটাও করতে পারে। 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানী আরিক কেরশেনবাউম বলেছেন, প্রাণীরা যোগাযোগের জন্য আলাদা আলাদা ভাষা ব্যবহার করে। তাদের ভাষা বিশ্লেষণ করতে পারলে তাদের বাস্তুসংস্থান ও সংরক্ষণের উপায় সম্পর্কে জানা যাবে।

কেরশেনবাউমের মতে, প্রতিটি ডলফিনেরই আলাদা নাম রয়েছে। নিজেদের সঙ্গে যোগযোগের সময় তারা শিস দেয়।  এই শিসের শব্দ কী, তা জানার চেষ্টা চলছে। 

এই গবেষক আরো জানিয়েছেন, ২০১৩ সালের এক গবেষণায় জানা গেছে ডলফিনেরা নিজেদের নাম ধরে ডাকে। ডলফিনের শিসের শব্দ পানির নিচে ২০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। কিন্তু ডলফিন কেন নাম ধরে বা শিস বাজিয়ে ডাকে তা অবশ্যই রহস্যজনক।

গবেষকরা মনে করছেন, সম্ভবত পানির নিচে বেঁচে থাকার জন্য এসব ডলফিনগুলোকে এসব কৌশল শিখতে হয়। 


সূত্র: ইউরো নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর