২৩ জানুয়ারি, ২০২৪ ১৯:১২

মালদ্বীপে রওনা করেছে চীনের গবেষণা জাহাজ

অনলাইন ডেস্ক

মালদ্বীপে রওনা করেছে চীনের গবেষণা জাহাজ

চীনের ‘জিয়ান ইয়াং হং ০৩’ নামে একটি ‘গবেষণা জাহাজ’ আগামী মাসের প্রথম দিকে মালদ্বীপের রাজধানী মালেতে নোঙর করবে। মালদ্বীপ সরকার এই তথ্য নিশ্চিত করেছে।  

মালদ্বীপের জলসীমায় থাকাকালীন জাহাজটি কোনো ‘গবেষণা’ করবে না উল্লেখ করে দ্বীপরাষ্ট্রটি বলেছে, জাহাজটি ক্রু পরিবর্তন ও জ্বালানি নেওয়ার জন্য তাদের বন্দরে ভিড়বে। 

এক বিবৃতিতে মালদ্বীপ সরকার বলেছে, মালদ্বীপ সর্বদা বন্ধুত্বপূর্ণ দেশগুলির স্বাগত জাহাজের জন্য একটি গন্তব্য এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে বেসামরিক ও সামরিক উভয় জাহাজকে বন্দরে স্বাগত জানিয়ে চলেছে। এ ধরনের কাজ মালদ্বীপ ও অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করে এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজকে স্বাগত জানানোর শতাব্দী প্রাচীন ঐতিহ্যও প্রদর্শন করে।

৪,৩০০ টন ওজন বিশিষ্ট শিয়াং ইয়াং হং ০৩-কে ‘গবেষণা' জাহাজ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এটা ভারত মহাসাগরের তলদেশের মানচিত্র তৈরি করছে। এই গবেষণা অনুশীলনগুলি মূল্যবান তথ্য সরবরাহ করতে পারে। এটা পানির নীচে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারে। এছাড়া বিপর্যয়কর প্রভাবগুলি প্রশমিত করতে সহায়তা করতে পারে।

সাগরের তলদেশ ম্যাপিং চীনকে ভবিষ্যতে সাবমেরিন এবং নিমজ্জনযোগ্য ড্রোন ব্যবহার করতে সহায়তা করতে পারে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর