২৬ জানুয়ারি, ২০২৪ ১৫:১৯

ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে ভারতীয় টেকটোনিক প্লেট

অনলাইন ডেস্ক

ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে ভারতীয় টেকটোনিক প্লেট

ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে। ফলে প্রতি বছর ২ মিলিমিটার হারে স্থলভাগ হ্রাস পাচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

খবর অনুসারে, প্লেটের নড়াচড়ার ফলে হিমালয় বাড়ছে কিন্তু তিব্বত দু’টুকরো হয়ে যেতে পারে। গবেষক দলের অংশ ভূ-পদার্থবিদরা দেখেছেন, নড়াচড়ার কারণে প্লেটের উপরিভাগ মাছের টিনের ঢাকনার মতো খসে পড়ছে। এই প্রক্রিয়াটি প্রায় ৬০ মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল যখন ভারত ইউরেশিয়ায় প্রবেশ করেছিল। 

ওশান ইউনিভার্সিটি অব চায়নার ভূপদার্থবিদ লিন লিউয়ের নেতৃত্বে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক সভায় গবেষণাটি উপস্থাপন করা হয়। এটি ইএসএস ওপেন আর্কাইভে অনলাইনে পোস্ট করা হয়েছে।

 লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুসারে, গবেষকরা বলেছেন, এই আবিষ্কারটি দেখায় যে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা আগে ধারণার চেয়ে আরও জটিল হতে পারে। সংঘর্ষের কারণে হিমালয় আরও উঁচু হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর