৩০ জানুয়ারি, ২০২৪ ১৭:২১

মানব শরীরে বসানো হলো প্রথম -কম্পিউটার ইন্টারফেস ডিভাইস

অনলাইন ডেস্ক

মানব শরীরে বসানো হলো প্রথম -কম্পিউটার ইন্টারফেস ডিভাইস

ইলন মাস্কের নেতৃত্বাধীন কোম্পানি নিউরালিংক রবিবার একজন রোগীর শরীরে তাদের প্রথম ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ডিভাইস বসিয়েছে। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল নিউরালিংক।

টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এই অগ্রগতির ঘোষণা দিয়ে জানিয়েছেন, উদ্বোধনী পণ্যটির নাম ‘টেলিপ্যাথি। এটা কেবল চিন্তাভাবনা থেকেই মানুষকে ফোন বা কম্পিউটার নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে।

 নিউরালিংকে মস্তিষ্কের ইমপ্লান্ট নিয়ে কাজ করছে। এটি সিগন্যালের মাধ্যমে বাহ্যিক প্রযুক্তি নিয়ন্ত্রণে গুরুতর পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য ডিজাইন করা। এই প্রযুক্তির প্রাথমিক সুবিধাভোগী হবেন- যে মানুষেরা তাদের অঙ্গপ্রতঙ্গের ব্যবহার হারিয়ে ফেলেছেন তারা।

ইলন মাস্ক এক্সে (আগের নাম টুইটার) বলেন, কেবল চিন্তার মাধ্যমেই কোনো ডিভাইস নিয়ন্ত্রণে সক্ষম করে। প্রাথমিকভাবে তারাই এর সুফলভোগী হবেন যারা অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার হারিয়েছেন। কল্পনা করুন যদি স্টিফেন হকিং একজন স্পিড টাইপিস্টের চেয়ে দ্রুত যোগাযোগ করতে পারতেন। আমাদের লক্ষ্য সেটাই। সূত্র: এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর