৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৬

উষ্ণতম জানুয়ারির রেকর্ড

অনলাইন ডেস্ক

উষ্ণতম জানুয়ারির রেকর্ড

উষ্ণতম জানুয়ারির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের (২০২৪) প্রথম মাস। ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

১৯৫০ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল ২০২০ সালের জানুয়ারি। সেই রেকর্ডও এবার ভেঙে গেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন চলতি বছরের জানুয়ারি ১৮৫০ সালের রেকর্ডে ফিরে গেছে। তাদের দাবি মানুষের সৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন ও এল নিনোর প্রভাবে এমনটা হয়েছে।

কেবল উষ্ণতম জানুয়ারি নয়। গত ১২ মাসের গড় তাপমাত্রা প্রাক শিল্প বিপ্লব সময়ের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

তাদের মতে দ্রুত গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে পারলেই কেবল এই তাপমাত্রার উল্মফন থেকে পৃথিবীকে রক্ষা করা যাবে। 


সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর