শিরোনাম
১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫২

জার্মানিতে প্রস্তুর যুগের দেয়াল আবিষ্কার

অনলাইন ডেস্ক

জার্মানিতে প্রস্তুর যুগের দেয়াল আবিষ্কার

জার্মানির বাল্টিক উপকূল বরাবর প্রায় এক কিলোমিটার (০.৬ মাইল) দীর্ঘ একটি ডুবে যাওয়া প্রাচীর আবিষ্কার করা হয়েছে। এটাকে ইউরোপে মানবসৃষ্ট প্রাচীনতম মেগাস্ট্রাকচার বলে মনে করছেন বিজ্ঞানীরা।

‘ব্লিঙ্কারওয়াল’ নামে অভিহিত বিশাল কাঠামোটি একজন ছাত্র গবেষণার সময় ঘটনাক্রমে আবিষ্কার করেছেন। ছোনার (sonar) স্ক্যানের মাধ্যমে এই আশ্চর্যজনক ডুবো গঠনটি যা পাথরের সমন্বয়ে গঠিত পাওয়া গেছে। প্রাচীরের নিখুঁত আকার এবং জটিলতা একটি বৃহৎ গোষ্ঠীর সমন্বিত প্রচেষ্টার ইঙ্গিত দেয়।

উল্লেখযোগ্যভাবে, কিছু পাথর এত ভারী যে কোনো ব্যক্তির পক্ষে সরানো অসম্ভব ছিল। এটা প্রস্তর যুগের উন্নত নির্মাণ কৌশলগুলির ইঙ্গিত দেয়।

দ্য গার্ডিয়ানের খবর অনুসারে, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, প্রাচীরটি বর্তমানে পানির ২১ মিটার (৭০ ফুট) নীচে রেস্ট নিয়েছে। সম্ভবত কোনো হ্রদ বা জলাভূমির কাছে শুকনো জমিতে এটি প্রায় ১১,০০০ বছর আগে  নির্মিত হয়েছিল। সহস্রাব্দ ধরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে কাঠামোটি ডুবে গেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর