১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫০

কুসুমসহ ১৭০০ বছরের পুরনো রোমান ডিমের সন্ধান

অনলাইন ডেস্ক

কুসুমসহ ১৭০০ বছরের পুরনো রোমান ডিমের সন্ধান

আবিষ্কৃত ডিম

বিজ্ঞানীরা ১৭০০ বছরের পুরনো রোমান ডিমের সন্ধান পেয়েছেন। ডিমটির কুসুম সম্পূর্ণ অক্ষত রয়েছে।

খবর অনুসারে, এক যুগান্তকারী আবিষ্কারে বিজ্ঞানীরা বিশ্বের প্রথম অক্ষত মুরগির ডিমের সন্ধান পেয়েছেন। এটি ১,৭০০ বছর ধরে সংরক্ষণ করা হয়েছিল। ডিমের ভেতরকার তরলও অক্ষত রয়েছে।

 এর আগে ২০০৭-২০১৬ সাল পর্যন্ত আইলেসবারি খননের সময় বিজ্ঞানীরা একটি অদ্ভুত গুপ্তধনের সন্ধান পান। যা ছিল একটি অক্ষত মুরগির ডিম। এটি একটি ‘সত্যিকারের অনন্য আবিষ্কার হিসাবে প্রশংসিত হয়। দুঃখের বিষয়, আরও তিনটি ডিম আবিষ্কার হয় কিন্তু তা ছিল নষ্ট। সেগুলোর ভেতর থেকে গন্ধ ছড়িয়েছিল। 

অক্সফোর্ড আর্কিওলজি বিশ্বাস করে যে, আবিষ্কৃত জলাবদ্ধটি রোমানদের মনোবাঞ্ছনা পূরণের জন্য ব্যবহৃত হতো। 

ডিমটি মাইক্রো স্ক্যান দিয়ে পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, এটি (ডিমটি) এখনও কুসুম এবং ডিমের সাদা অংশ ধারণ করে। এটি সম্ভবত ওই যুগের একমাত্র অক্ষত বেঁচে থাকা বিষয়।

অক্সফোর্ড প্রত্নতত্ত্বের জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক এডওয়ার্ড বিডলফ খননকার্যের তত্ত্বাবধান করেন। তিনি বলেন, আমরা যখন সেখানে থাকা বিষয়বস্তু (ডিম) দেখি তখন আমরা হতবাক হয়ে যাই। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর