২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:১৯

মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তু আবিষ্কার বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক

 মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তু আবিষ্কার বিজ্ঞানীদের

 অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা সনাক্ত করেছে। মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে উজ্জ্বল বস্তু।

খবর অনুসারে, বিশাল একটি  ব্ল্যাক হোল কোয়াসারটি আমাদের সূর্যের উজ্জ্বলতাকে  ৫০০ ট্রিলিয়ন গুণ ছাড়িয়ে যায়।

এই কোয়াসারের কেন্দ্রবিন্দুতে থাকা কৃষ্ণগহ্বরটি সাধারণ নয়। আমাদের সূর্যের ভরের ১৭ বিলিয়ন গুণ। আর এটি প্রতিদিন সূর্যের উপাদানের সমতুল্য বিষয় গ্রাস করে।

 নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে গবেষকদের অনুসন্ধানের ফলাফল প্রকাশিত হয়েছে৷ প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ায় ২.৩ মিটার দূরবীন দিয়ে এই আবিষ্কার শুরু হয়েছিল৷ তবে তাদের ফলাফলের বৈধতা যাচাই করার জন্য, গবেষকরা ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন, যা 8-মিটার আয়না দিয়ে সজ্জিত।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর