২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:১৬

গাছের কথোপকথনের ভিডিও ধারণ!

অনলাইন ডেস্ক

গাছের কথোপকথনের ভিডিও ধারণ!

সংগৃহীত ছবি

গাছেদের একে অপরের সাথে কথা বলার রিয়েল টাইম ভিডিও ফুটেজ ধারণ করেছেন জাপানের বিজ্ঞানীদের একটি দল।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি সাইতামা বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞানী মাসাতসুগু টয়োটার নেতৃত্বে একটি গবেষণা দলের এই উল্লেখযোগ্য আবিষ্কার নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়। 

গবেষক দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পিএইচডি শিক্ষার্থী ইউরি আরতানি এবং পোস্টডক্টরাল গবেষক তাকুয়া উয়েমুরা।

গবেষণায় দেখা গেছে, গাছপালা বায়ুবাহিত যৌগের এক গন্ধযুক্ত সূক্ষ্ম কুয়াশা নির্গত করে, যার মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। এই যৌগ কাছাকাছি গাছপালাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য ব্যবস্থা হিসেবে কাজ করে।

জাপানি বিজ্ঞানীদের রেকর্ড করা ভিডিওটিতে দেখা গেছে, কীভাবে গাছপালা এই বায়বীয় সংকেতগুলো গ্রহণ করে এবং প্রতিক্রিয়া জানায়। দলটি পর্যবেক্ষণ করেছে যে কীভাবে একটি অক্ষত উদ্ভিদ কীটপতঙ্গ বা অন্যান্য ক্ষতিগ্রস্থ উদ্ভিদ থেকে নির্গত জৈবযৌগগুলোর প্রতি প্রতিক্রিয়া জানায়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর