শিরোনাম
২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:১৩

কঠিন চন্দ্ররাতেও টিকে গেছে জাপানের মুন ল্যান্ডার

অনলাইন ডেস্ক

কঠিন চন্দ্ররাতেও টিকে গেছে জাপানের মুন ল্যান্ডার

জাপানের মুন ল্যান্ডার স্লিম কঠিন জমাট শীতের চাঁদের রাতেও টিকে আছে বলে জানানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। 

জাপানের মহাকাশ সংস্থা জাক্সা এক এক্স পোস্টে জানিয়েছে, গত রাতে স্লিমকে একটি কমান্ড পাঠানো হয়েছিল, এটি তাতে সাড়া দিয়ে রিসিভ করেছে।

জানুয়ারিতে চাঁদে অবতরণ করার পরই একরকম স্থবির হয়ে পড়েছিল স্লিম। এটিতে চার্জ নেয়াসহ নানা জটিলতা দেখা দেয়। এরপর চাঁদে রাত নামলে স্লিমকে পাঠানো হয় স্লিপ মুডে।

জাক্সা জানিয়েছে, যদিও স্লিমকে চাঁদের কঠিন রাতের কথা বিবেচনায় নিয়ে বানানো হয়নি। তারপরও স্লিম আবার নিজে নিজে জেগে উঠেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর