২১ মার্চ, ২০২৪ ২১:০৫

শেষ মুহূর্তে বাতিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রুশ মহাকাশযান উৎক্ষেপণ

অনলাইন ডেস্ক

 শেষ মুহূর্তে বাতিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রুশ মহাকাশযান উৎক্ষেপণ

রাশিয়া ও বেলারুশের নভোচারী এবং একজন আমেরিকান নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে যাওয়ার জন্য রাশিয়ার সয়ুজ মহাকাশযানের উৎক্ষেপণ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

 কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে উৎক্ষেপণ স্থাপনায় লাইভ রকেট উৎক্ষেপণ দেখানো হচ্ছিল। ‘উৎক্ষেপণ’ এটি বলার পর কিছুক্ষণের মধ্যে লাইভ স্ট্রিমে ভেসে আসে ‘অটোমেটিক ক্যানসেল অব লঞ্চ’ অর্থ্যাৎ উৎক্ষেপণ স্বয়ংক্রিয়ভাবে বাতিল।

রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমসে লাইভ স্ট্রিম উপস্থাপনকারীরা বলেছেন, বন্ধুরা, দুর্ভাগ্যক্রমে উৎক্ষেপণ বাতিল করার জন্য একটি আদেশ বাজানো হয়েছে। আজকের সয়ুজ উৎক্ষেপণ ২০ সেকেন্ডের মাথায় বাতিল করা হয়। মহাকাশযান ও ক্রুরা নিরাপদে আছেন

উৎক্ষেপণের পরবর্তী সুযোগ শনিবার। উৎক্ষেপণ বাতিল হওয়ার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর