২২ মার্চ, ২০২৪ ১১:২৭

ভারতের ২১ শতকের পুষ্পক রকেটের সফল পরীক্ষা সম্পন্ন

অনলাইন ডেস্ক

ভারতের ২১ শতকের পুষ্পক রকেটের সফল পরীক্ষা সম্পন্ন

 ইসরোর বিজ্ঞানীরা লঙ্কার রাজা রাবণের বাহন রথের নামে এবার ‘পুষ্পক’ রকেটের সফল পরীক্ষা চালিয়েছেন। শুক্রবার সকালে কর্নাটকের চিত্রদুর্গের ‘অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ’ থেকে ‘আরএলভি এলইএক্স-০২’-র সফল অবতরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হয়। 

পৃথিবীর বায়ুমণ্ডলীয় ক্ষেত্রের বাইরে পাঠানো পুষ্পককে সফলভাবে অবতরণ ক্ষেত্রে ফিরিয়ে আনা হয়।

ইসরো প্রধান এস সোমনাথের দাবি, এই সফল পরীক্ষার মাধ্যমে সস্তায় মহাকাশ অভিযান এবং মহাকাশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করল ভারত। পুষ্পকের মতো আরএলভিকে মহাকাশ থেকে মাটিতে ফেরত আনার প্রযুক্তি ভারতের হাতে চলে এসেছে। 

বিজ্ঞানীরা মহাকাশ থেকে ফিরিয়ে আনার পরে আবার সেটিকে নতুন করে মহাকাশে পাঠাতে পারবেন। ফলে মহাকাশযাত্রার খরচ কমবে। পাশাপাশি কমবে ‘মহাকাশ বর্জ্যের’ পরিমাণ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর